Associate Professor in Governance and Development Studies
Number of Position: 1
Gender: Male/Female
Designation Name: Associate Professor
Department Name: Governance and Development Studies
Opening Date: 2025-09-16
Application Deadline: 2025-09-27
Job Type: Academic
Grade Name:
Qualification
১। লোকপ্রশাসন/ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে ০৪ চার বছর মেয়াদি স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
২। স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা জীবনে ন্যূনতম ০৩ টি ১ম বিভাগ/শ্রেণী থাকতে হবে।
৩। স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ০৭ সাত বছরসহ মোট ন্যূনতম ১২ বারো বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৪। এমফিল/সমমান ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ০৬ ছয় বছরসহ মোট ন্যূনতম ০৯ নয় বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৫। পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ০৪ চার বছরসহ মোট ন্যূনতম ০৭ সাত বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৬। প্রার্থীদের স্বীকৃত জার্নালে পিয়ার রিভিউড সর্বমোট ন্যূনতম ০৬ ছয় টি প্রকাশনা থাকতে হবে। তন্মধ্যে, সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ০২ দুইটি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে First Author/Corresponding Author হিসাবে ন্যূনতম ০২ দুইটি প্রকাশনা থাকতে হবে। মোট প্রকাশনার ন্যূনতম ০১ এক টি প্রকাশনা ইমপ্যাক্ট ফ্যাক্টর/ওহফবীবফ জার্নালে প্রকাশিত হতে হবে।
Responsibilities
Additional Requirement / Information
Specialization
Relevant