Follow us:-

বান্দরবান বিশ্ববিদ্যালয়কে বাস দিল ৩৩ ইউপি চেয়ারম্যান

বান্দরবান বিশ্ববিদ্যালয়কে বাস দিল ৩৩ ইউপি চেয়ারম্যান

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ৩৩ ইউপি চেয়ারম্যান মিলে একটি বাস উপহার দিয়েছেন ।

আজ রবিবার (১৭নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বাসের চাবি হস্তান্তর করেন।

বান্দবানের ২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সা নু প্রু জানান, ছাত্র-ছাত্রীদের যাতায়াতের কথা চিন্তা করে আমরা সকল ইউপি চেয়ারম্যান মিলে একটি বাস উপহার দিয়েছে । আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকা দিয়েছি ওই বাস কেনার জন্য।

এদিকে, বাসের চাবি হস্তান্তর শেষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Recent News