News
বান্দরবান বিশ্ববিদ্যালয় ও সাতকানিয়া সরকারি কলেজের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
০৯ নভেম্বর ২০২৪ বিকাল ৩টায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বান্দরবান বিশ্ববিদ্যালয় ও সাতকানিয়া সরকারি কলেজ এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে সাতকানিয়া সরকারি কলেজ ফুটবল দল বান্দরবান বিশ্ববিদ্যালয় দলকে ০১ শুন্য গোলে পরাজিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব ফারিস্তা করিম, বান্দরবান সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জনাব শামিম আহমেদ, সাতকানিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ শাহজালাল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ জাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর জনাব সাইং সাইং উ, গভর্নেন্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব হাসান মাহমুদ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব স্বরাজ কুমার শর্মা, হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব উদ্বব কুন্ডু, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব কিউমং প্রু ,কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজানক্ট ফ্যাকাল্টি মেম্বার জনাব তাহিদুল ইসলাম মাসুম এবং সাতকানিয়া সরকারি কলেজের বিভিন্ন স্তরের শিক্ষার্থী বৃন্দ। সম্মানিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব টি.এ.এম ওমর ফারুক।