News
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ডে -২০২৪ উপলক্ষে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ডে -২০২৪ উপলক্ষে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৭ নভেম্বর, রবিবার সকাল ১০ টায় বান্দরবান বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ মুহাম্মদ সুলতান ইকবাল, বীর প্রতীক, পিএইচডি (অব:) ।
এ আয়োজনে সভাপতিত্ব করেন, School of Arts S science and Law -এর সম্মানিত ডিন ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. নুরুল ইসলাম।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলোয়াতের পর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ নুরুল আবছার, ট্রাস্টের সদস্য ডা: অং চালু, বিশ্ববিদ্যালয়ের বিবিএর কো-অর্ডিনেটর জনাব সাইং সাইং উ নিনি।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক জনাব মো: জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব টি এ এম ওমর ফারুক, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর জনাব সোহরাব হোসেন, পাবলিক রিলেশনস ও ছাত্র কল্যাণ কর্মকর্তা জনাব নোবেল বড়ুয়া, সহকারি হিসাবরক্ষক কর্মকর্তা জনাব কিউ মং প্রু, বিভিন্ন বিভাগের শিক্ষক জনাব হাসান মাহমুদ, জনাব কামরুন নাহার রিপা, জনাব প্রণমী বড়ুয়া ও জনাব মুহাম্মদ তানজিলুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং সদ্য বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর বিকাল থেকে বিভাগের শিক্ষার্থী কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রমের সমাপ্তি ঘটে।