Follow us:-

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্প্রিং সেমিস্টারের মাসব্যাপী অ্যাডমিশন ফেয়ার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্প্রিং সেমিস্টারের মাসব্যাপী অ্যাডমিশন ফেয়ার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

১৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ২ টায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাসে শুভ উদ্ভোধন হলো এডমিশন ফেয়ার স্প্রিং ২০২৫ । ফিতা কাটার মাধ্যমে এডমিশন ফেয়ার এর শুভ উদ্বোধন করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.এম.নুরুল ইসলাম। সম্মানিত অতিথিরা এডমিশন ফেয়ার এর প্রতিটি ডিপার্টমেন্টের স্টল পরিদর্শন করেন এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

এডমিশন ফেয়ারের শুভ উদ্বোধন উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সেক্রেটারি ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ফেয়ার ১৫ ডিসেম্বর ২০২৪ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে থাকছে ভর্তি ফি এর ক্ষেত্রে ৫০ শতাংশ ও টিউশন ফি এর ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় ও আকর্ষণীয় সব অফার।

Recent News