News
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত
১৬ ডিসেম্বর, বান্দরবান বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। জাতীয় কর্মসূচীর আলোকে সূর্যোদয়ের সাথে সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক-কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে পুষ্পস্তবক অর্পণ করে।পরবর্তীতে সকাল ১১ টায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -এ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক -কর্মকর্তা, ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।