News
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও বান্দরবান বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উদযাপিত
১০ ফেব্রুয়ারি, ২০২৫ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, সুয়ালক -এ ইউসিবি ব্যাংক, বান্দরবান শাখা এর পৃষ্ঠপোষকতায় বান্দরবান বিশ্ববিদ্যালয় এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, অতিতিবৃন্দ- দের ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র উন্মোচন করেন অতিথিবৃন্দ। সেই সাথে ২০২৪ এর গণঅভ্যুত্থান নিয়ে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
বান্দরবান বিশ্ববিদ্যালয় এর মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান ব্রিঃজেঃশাহ মোঃ সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, পিএসসি, এমবিএ, পিএইচডি (অব:) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিভাগীয় কমিশনার চট্টগ্রাম- ডক্টর মোঃ জিয়াউদ্দিন, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর মাননীয় চেয়ারম্যান ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের কো-চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবান পার্বত্য জেলার মাননীয় জেলা প্রশাসক শামীম আরা রিনি, বান্দরবান পার্বত্য জেলার মাননীয় পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোহম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর সম্মানিত সদস্য সচিব ডক্টর মোহাম্মদ নুরুল আবছার, বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর সদস্যবৃন্দ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মুহাঃ আবুল মনসুর, ইউসিবি ব্যাংক, বান্দরবান শাখার সম্মানিত ম্যানেজার, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডক্টর মোহাম্মদ জহিরুল হক ও সর্বস্থরের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ। বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের ক্রেস্ট প্রদান করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এম.নুরুল ইসলাম। বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ ও ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সফল সমাপ্তি হয়।