News
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন করা হয়েছে। জাতীয় কর্মসূচির আলোকে একুশের প্রথম প্রহরে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক -কর্মকর্তা ও ছাত্র ছাত্রীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরবর্তীতে সকাল ১১ টায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ জহিরুল হক।
উক্ত আলোচনা সভায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।